ঠাকুরগাঁওয়ে শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে গঙ্গা স্নান
প্রকাশিত : ২২:৩৮, ১৫ এপ্রিল ২০২২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কসারানীগঞ্জ সতির ঘাটে টাঙ্গন নদীতে শত শত পূণ্যার্থীর অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে গঙ্গা স্নান। শ্রী শ্রী শ্বশান কালি পূজা ও নববর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই পূণ্যস্নান।
এ স্নানে পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে শত শত পূণ্যার্থীরা টাঙ্গন নদীর সতির ঘাটে ভিড় জমাতে থাকেন। অন্য যে কোন স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশগ্রহণ করে থাকেন।
এছাড়াও পূর্ণস্নানের পরে আয়োজন করা হয় কালী পূজাসহ প্রায় সাত ধরণের পূজা ও কীর্তন। এ উপলক্ষ্যে শ্বশান কালিঘাটে ও নদী এলাকাজুড়ে রকমারী পসরা নিয়ে বসেছে মেলা। দূর-দূরান্ত থেকে এসে জড়ো হয়ে সাধু সন্ন্যাসীদের মিলন মেলা বসে।
কেআই//
আরও পড়ুন